বাস ও লেগুনার সংঘর্ষে গাজীপুরের কালিয়াকৈরে পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিপরীতদিকগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী লেগুনাটি দুমড়ে-মুচড়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ দুই নারী নিহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৬ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। লেগুনাটি পুলিশের হেফাজতে রয়েছে।























