বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এবং ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে কাজ বর্জন করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালের পালায় কোনো শ্রমিকই কাজে যোগদান করেননি।
শ্রমিক নেতা সোহরাব হোসেন গত ৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাঁচ দফা দাবির সমর্থনে খুলনাঞ্চলের টানা আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তাকে টার্মিনেট করা হয়েছে বলে মনে করছেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সোহরাব হোসেনকে টার্মিনেট করার খবর ছড়িয়ে পড়লে রাতেই শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বুধবার রাত ১২টার দিকে মিল গেটে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা নোটিশ বোর্ড থেকে সোহরাব হোসেনের টার্মিনেট সংক্রান্ত নোটিশ ছিঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সোহরাব হোসেনকে টার্মিনেট করার প্রতিবাদে কাজ বর্জন করে দিয়েছেন শ্রমিকরা। ফলে মিলের উৎপাদন বন্ধ রয়েছে। একই সঙ্গে শ্রমিকরা মিলের প্রধান ফটকে মাইক লাগিয়ে গেট সভা করছেন। সেখানে তারা অবিলম্বে শ্রমিক নেতা সোহরাব হোসেনের টার্মিনেশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ক্রিসেন্ট জুটমিল সিবিএর সভাপতি দ্বীন ইসলাম এবং কার্যকরী সদস্য এসএম আলতাফ হোসেন জানান, তারা বৃহস্পতিবার সকালের পালা থেকে কাজ বন্ধ রেখে গেট সভা করছেন।
চাকরিচ্যুত মো. সোহরাব হোসেন বলেন, ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া সাপ্তাহিক মজুরি, ২০ শতাংশ মহার্ঘভাতার এরিয়া ও ধর্মঘট চলাকালীন সময়ের ৯ দিনের হাজিরার টাকা পরিশোধ করার কথা থাকলেও জুটমিল কর্পোরেশন (বিজেএমসি) তা বাস্তবায়ন করেনি। শুধু শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়। এছাড়া পাটক্রয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ হলেও তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলের যন্ত্রপাতি ও মেশিনারিজ দীর্ঘদিনের পুরাতন। যা জোড়া তালি দিয়ে চালানো হচ্ছে। পাট মৌসুমে যে পাট ১১শ থেকে ১২শ’ টাকায় কেনা যায় সে পাট এখন ২ হাজার টাকার অনেক উপরে বিক্রি হচ্ছে। সরকার মাঝে মধ্যে অর্থের যোগান দিলেও এ শিল্পকে সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ প্রসাসক নিয়োগ হয়নি বলে এর বিরাজমান সঙ্কট বেড়েই চলেছে। মোড়ক আইন করেও কাজ হয়নি কিছুই। এর সব সুফল ভোগ করছে মালিকানা পাটকলগুলো।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মিলের প্রকল্প প্রধান রফিকুল ইসলামকে পাওয়া যায়নি।