[english_date]

শ্যামল কান্তিকে পুনর্বহাল : স্কুলের কমিটির বিলুপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ঐ স্কুলের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীল সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

এক  প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, সভ্য সমাজে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ন্যাক্কারজনক। শিক্ষকের প্রতি যে আচরণ তা বরদাশত করা হবে না। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ