ইতিহাস সৃষ্টি করেও শেষরক্ষা হল না সাইনা নেহওয়ালের৷বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে সোনা হাতছাড়া হল ভারতীয় ব্যাডমিন্টন তারকার৷রবিবার বিশ্বের এক নম্বর স্প্যানিশ তারকা ক্যারোলিনা মারিনের কাছে স্ট্রেট গেমে (১৬-২১, ১৯-২১) হারেন হায়দরাবাদি৷
শনিবার প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন৷ কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বপ্নভঙ্গ হল সাইনার৷ বিশ্বের এক নম্বর মারিনের কাছে স্ট্রেট গেমে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সাইনাকে৷ মারিনের বিরুদ্ধে সাইনারে রেকর্ড ভালো থাকলেও চলতি বছরে দু’বার তাঁর বিরুদ্ধে হার হজম করতে হল হায়দরাবাদিকে৷ বছরের শুরুতেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মারিনের কাছে হেরেছিলেন সাইনা৷
এদিনও বাঁ-হাতি মারিনের বিরুদ্ধে সাইনার লড়াই যথেষ্ট ছিল না৷ প্রথম গেমে শুরুতে লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ বিশ্বের দু’ নম্বর সাইনা৷ ক্রমশ ম্যাচে জাঁকিয়ে বসেন স্প্যানিশ সুন্দরী৷ ২১-১৬ পয়েন্টের ব্যবধানের প্রথম গেম জিতে নেয় মারিন৷ দ্বিতীয় গেমে শুরুতে আধিপত্য দেখালেও তা ধরে রাখতে পারেননি সাইনা৷ শুরুতেই ১০-৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও স্নায়ুর চাপে ম্যাচ হাতছাড়া করেন সাইনার৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর (২১-১৯) সোনা ঘরে তোলেন মারিন৷ হারলেও প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নজির গড়েন সাইনা৷ এর আগে সিঙ্গলসে বিশ্বচ্যাম্পিয়নশিপে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন প্রকাশ পাড়ুকোন ও পিভি সিন্ধু এবং মহিলা ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা৷