শেরপুরে পিকনিকের বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত। তিন জনই নালিতাবড়িতে ভ্রমণ করতে এসে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মধুটিলা পিকনিক স্পট থেকে ফেরার পথে টেংগড়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শাহিন মিয়া (২২), খোরশেদ আলম (২০), আসমত আলী (২১)। নিহতদের সকলের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বকশীগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলযোগে ওই তিন যুবক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা পিকনিক স্পটে বেড়াতে আসে। পিকনিক থেকে ফেরার পথে টেংগড়াখালী নামক স্থানে একই দিক থেকে আসা আরেকটি পিকনিকের বাস পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শনে নালিতাবাড়ি থানার এসআই মোঃ ইউনুছ আলী, এসআই নজরুল ইসলামকে পাঠানো হয়েছে।