শেরপুরে বাঘের হামলায় নবনির্বাচিত পৌর মেয়র আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকাল সাড়ে ১০টার শেরপুর শ্রীবরদী মেয়র আবু সাইদ চিতা বাঘের হামলায় তিনি আহত হয়।
এতে তার ডান পাশের কান ও কপালের মাংস ছিড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয় হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোরের কোনো এক সময় সীমান্তের পাহাড়ি এলাকা থেকে এসে জালকাটায় একটি পানির পাম্পের ঘরে আশ্রয় নেয় চিতা বাঘটি।
“খবর পেয়ে মেয়র ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাঘটি তার উপর হামলা চালায়।” এ ঘটনার পর গ্রামবাসীরা ‘চিতা বাঘটিকে’ পিটিয়ে মেরে ফেলে বলেও জানান ওসি।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৩