উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অধিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এ প্রতিযোগিতা।
এর আগে ২০১৮ তে প্রথমবারের মতো যুব গেমস আয়োজন করা হয়। যাদের জন্ম ২০০৬ সালের জানুয়ারিতে শুধু তারাই অংশ নিতে পারবে এবারের আসরে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে জন্মসনদই প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
এবার সাইক্লিং, রাগবি, জিমন্যাসটিক্সসহ মোট ২৪টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ থেকে ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৬ থেকে ২২ জানুয়ারি এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।
২৬ ফেব্রুয়ারি ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে যে কোনো সময় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেতে পারে, সে জন্য কোভিড প্রটোকল বিষয়ে গেমস উপলক্ষে গঠিত মেডিকেল কমিটি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।