১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

উত্তেজনাপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও শেষ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আবাহনী। ফাইনালে কলকাতা ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে চট্টলার ক্লাবটি।

প্রথমার্ধের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে খেল‍ায় ফিরে চট্টগ্রাম আবাহনী। ৪৫ মিনিটে জাহিদের পাস থেকে বিদেশি খেলোয়াড় এলিটা কিংসলে হেড করে গোল পরিশোধ করেন।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এলিটা তার দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পরেই (৫৬ মিনিটে) মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে ডিবক্সের ভেতর বল পাঠান নাইজেরিয়ারন তারকা এলিটা কিংসলে। ইস্টবেঙ্গলের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম আবাহনীর তারকা খেলোয়াড় হেমন্ত দুর্দান্ত হেডে দলকে ৩-১ এর লিড পাইয়ে দেন।

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় বেশ কয়েকবার গোলবঞ্চিত হয় বন্দরনগরীর দলটি। মোহাম্মদ জাহিদ, জাহিদ হোসেন এমিলি ও এলিটার এক একটি আক্রমণ ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নস্যাৎ করে দেন দারুণ ক্ষিপ্রতায়।

উল্টো ম্যাচের ১০ মিনিটে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে এমিলি-জাহিদরা। দারুণ গতিতে চট্টগ্রামের জালে বল জড়িয়ে দেন অভিনব পাল।

প্রথম গোলটি হজমের পর খেলার ধরন বদলে ফেলে চট্টগ্রাম আবাহনী। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে দেশের ফুটবলের তারকা সমৃদ্ধ ক্লাবটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ