বর্তমান প্রজন্মের তরুণদের পছন্দের কন্ঠশিল্পির মধ্যে কাজী শুভ ও কার্নিয়া বেশ জনপ্রিয়। অন্যদিকে অভিনেতা আসিফ ইমরোজ ও মডেল-অভিনেত্রী সেলিনা আফ্রি বড় পর্দায় জনপ্রিয়। এবার এই চার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও কন্ঠশিল্পি-মডেলকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা।
গানের নাম- ‘চকলেটি পিয়া’। এ প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও কর্নিয়ার দ্বৈত কণ্ঠের গান এটি। যার কথা লিখেছেন ভারতের শতরূপা ভট্টাচার্য। সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারি।
নির্মাতা বললেন, ‘গানে ইমরোজ ও আফ্রি ছাড়াও সহশিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেছে প্রায় দেড় শতাধিক নৃত্যশিল্পী। বেশ বড় আয়োজনে এটি করতে চেয়েছি। এছাড়াও চলচ্চিত্রের মানুষদের নিয়ে যেহেতু কাজটি করা, তাই নির্মাণেও আলাদা ছাপ রাখার চেষ্টা করা হয়েছে।’
তিনি আরও জানান, চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ হবে।