আর্থনিউজ২৪: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় রিভিউয়ের আবেদন নিয়ে শুনানির দিন নির্ধারণের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি জমা দেয়া হয়।
আবেদন জমা দেয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দুটি আবেদন জমা দেওয়া হয়েছে। ২০ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে এগুলো উপস্থাপন করা হবে।
৩০ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশিত হয়। পরদিন তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিনই কারা কর্তৃপক্ষ গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা[review] চৌধুরী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে ওই পরোয়ানা পড়ে শোনান।
এদিকে আপিল বিভাগের রায় অনুসারে ১৫ দিনের মধ্যে রায় রিভিউ আবেদন করতে হয়। অন্যথায় দণ্ড কার্যকর করা হয়। এর প্রেক্ষিতে ১৪ অক্টোবর সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের দণ্ড আর কার্যকর করা যাবে না।