২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার কিরাত সম্মেলন, যোগ দেবেন ৫ দেশের ক্বারি

আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে আসছেন ৫ দেশের খ্যাতিমান ক্বারি।
আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার মুগদায় কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে বিশ্বব্যাপী খ্যাতনামা কারীগণের অংশগ্রহণে এটি একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে।
আমন্ত্রিত বিদেশি ক্বারিরা হলেন, আনোয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান), আতা আব্দুল আলিম রসূলী (মালয়েশিয়া), হাদী ইসফিদানি (ইরান), মুখতার মোহাম্মদ আব্দুল আজিজ (ইরাক), হাফিজ আবু মোহাম্মদ আসাদ (ভারত), বাংলাদেশি ক্বারিদের মধ্যে থাকছেন, মাওলানা সাইফুল ইসলাম আসাদ, হাফেজ মো. ইমরান হাসান, মাওলানা মুজিবুর রহমান, সুন্দর কণ্ঠে ইসলামি নাশিদ পরিবেশনা উপস্থাপনের জন্য সম্মেলনে অংশ নেবেন দেশের প্রখ্যাত শিল্পীরা, থাকবেন, কাজী আল আমিন, মুহাম্মদ আহসান, মাওলানা রাশেদ, সাদিক আল কোরাইশী, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইমামুল হকসহ আরও অনেকে।
সভাপতি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন, খ্যাতিমান ওয়ায়েজ, আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, উপদেষ্টা, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার। উপদেষ্টা হিসেবে থাকবেন, আলহাজ্ব মাওলানা এরশাদুল হক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ