আর্থনিউজ২৪: দেশের অন্যতম শীর্ষ আলেম মুফতি আব্দুর রহমান(রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
মঙ্গলবার সন্ধ্যা ৭. ৪০ মিনিটে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
মুফতি আব্দুর রহমান (রহ.) নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বসুন্ধরা নতুন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মুফতি আব্দুর রহমান (রহ.) দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ছিলেন। জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজধানীর বসুন্ধরায় তার প্রতিষ্ঠিত উচ্চতর দ্বীনি শিক্ষাকেন্দ্র রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং দেশের উত্তরাঞ্চলে তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
সুত্রঃ- বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার