[english_date]

শীর্ষে থেকেই ‘সিলেট’ যাত্রা সিলেটের

আগের বিপিএলগুলোতে সিলেটের অংশগ্রহণ যেন ছিলো শুধুই নিয়মতান্ত্রিকতা। তবে চলমান বিপিএলে পাল্টে গেছে সেই চিত্র। বিপিএলের নবম আসরের শুরু থেকেই সিলেট যেন উড়ছে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে উড়ন্ত সিলেটকে থামাতে পারছে না বিপিএলের অন্য দলগুলো।

 

বিপিএলে প্রথমে ঢাকা পর্ব পেরিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বও। আবারও ঢাকায় ফিরে শেষ হয়েছে দ্বিতীয় ঢাকা পর্ব। এবার বিপিএলের যাত্রা সিলেট। আর চায়ের দেশে পা রাখার আগে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই রয়েছে সিলেট স্ট্রাইকার্স। উড়ন্ত মাশরাফি বাহিনী নিজেদের ঘরের মাটিতে পা রাখবে টেবিল টপার হয়েই।

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে মাশরাফি-মুশফিকদের সিলেট স্ট্রাইকার্স। সেই থেকে ৭ ম্যাচ পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে সিলেটকে টলাতে পারেনি কেউ। বাকি সবগুলো দলের ওপর খড়গহস্ত হয়ে টেবিলের সবার উপরে রাজত্ব করছে মাশরাফি বাহিনী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় দিয়ে শুরু। এরপর বরিশাল, কুমিল্লা আর ঢাকাকে হারিয়ে টানা চার জয় তুলে নেয় স্ট্রাইকার্সরা। ঢাকা পর্ব পেরিয়ে চট্টগ্রামে পা রেখেও প্রথম ম্যাচে আবারো ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে টানা পাঁচ জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের দখলেই রাখে সিলেট।

চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য কুমিউল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে জয়যাত্রা থামে সিলেটের। প্রথম হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিলো সিলেটের দখলেই।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই সিলেটের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। সমান পয়েন্ট নিয়েও সিলেটের চেয়ে রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিলো বরিশাল।

নিজেদের সপ্তম ম্যাচ ফের মুখোমুখি হয় সিলেট ও বরিশাল। বরিশালের সামনে সুযোগ ছিলো সিলেটের কাছে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাওয়ার। তবে আগের ম্যাচে কুমিল্লার কাছে প্রথম হারের স্বাদ নেওয়ার পর বরিশালকে আর সেই সুযোগ দেয়নি সিলেট। দুর্দান্ত এক ম্যাচ শেষে সাকিবের বরিশালকে ২ রানে হারিয়ে ৭ ম্যাচে ৬ জয় নিয়ে শীর্ষস্থানে থেকেই ঢাকার দ্বিতীয় পর্ব শেষ করেছে মাশরাফির দল।

ঢাকা-চট্টগ্রাম পেরিয়ে এবার সিলেটে গেলো বিপিএল। নিজেদের ঘরের মাঠে আরও বেশি শক্তিশালী হয়েই মাঠে নামার প্রত্যয় সিলেটের স্ট্রাইকার্সদের।

সিলেটে যাওয়ার আগে বিপিএলের আরেক শক্তিশালী দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আর ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

বিপিএলের বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত পেয়েছে ৪ পয়েন্ট করে। রানরেটের হিসেবে পঞ্চম স্থানে রয়েছে খুলনা, ষষ্ঠ স্থানে ঢাকা এবং টেবিলের সবার তলানিতে চট্টগ্রাম।

সিলেটে সর্বমোট ৮টি ম্যাচ হবে বিপিএলের। ২৭ থেকে ৩১ জানুয়ারি সিলেট পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ