১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ , অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে চর রমনী মোহন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে শনিবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। দেলোয়ার রমনী মোহন গ্রামেরই সাবু মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূইয়া জানান, চর রমনী মোহনের মজু চৌধুরীর হাটে শুক্রবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে দোকানে যায়। বাবা দোকানে না থাকায় শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভনে পাশ্ববর্তী দোকানদার দেলোয়ার দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দেলোয়ার পালিয়ে যায়।
আহত অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। পরে শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ