১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু শাহাদতকে হত্যাচেষ্টা মামলায় সাংসদ লিটনের জামিন শুনানি ২৫ অক্টোবর

শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা এবং হাফিজার রহমান মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের পৃথক দুটি মামলায় গ্রেফতার গাইবান্ধা (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের আইনজীবীরা বুধবার আদালতে জামিনের আবেদন করেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুন্দরগঞ্জ আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ আবেদনটি গ্রহণ করে ২৫ অক্টোবর এর শুনানির দিন ধার্য করেন।

এমপি লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু জানান, জামিনের আবেদনে উলে¬ করা হয়েছে, এমপি লিটনের সঙ্গে গুলিবিদ্ধ শিশু সৌরভ বা তার পরিবারের কোন পূর্ব শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না। কাজেই তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, আবেদনে বলা হয়েছে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে আদালতে জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ ঘোষিত হওয়ার পর জামায়াতশিবির নেতাকর্মীরা উপজেলা সদরসহ সমগ্র সুন্দরগঞ্জে সন্ত্রাস এবং তাণ্ডব লীলা চালায়। এই ঘটনায় এমপি লিটন বাদী হয়ে জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ৩৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো থেকে হাজার জামায়াতশিবির নেতাকর্মীর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এমপি লিটনকে সামাজিক রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এমপি লিটন সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন। শিশুটি এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ