৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশু আয়লানের পর আবার পাওয়া গেলো আরেক সিরীয় শিশুর মৃতদেহ

শিশু আয়লানের মৃতদেহ ভেসে আসার পর এবার আরেক সিরীয় শিশুর মৃতদেহ পাওয়া গেছে পশ্চিম তুরস্কের সমুদ্র সৈকতে। ১৫ শরণার্থী নিয়ে নৌকাটি গ্রিসের কায়স দ্বীপে যাওয়ার চেষ্টা করার সময় ডুবে যায়, এতে সিরীয় শিশুটি ডুবে মারা যায়। বাকিদের উদ্ধার করছে তুরস্কের নৌবাহিনী।
অস্ট্রিয়া, হাঙ্গেরি ও সার্বিয়ার পর ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করেছে শরণার্থীদের জন্য। ক্রোয়েশিয়া তাদের সীমান্ত খুলে দেওয়ার পর আগত শরণার্থীদের পাঠাচ্ছে হাঙ্গেরি, স্লোভেনিয়া হয়ে অস্ট্রিয়ার পথে। তবে অস্ট্রিয়া জানিয়েছে, হাঙ্গেরির সাথে শরণার্থী নেওয়ার ব্যাপারে তাদের কোনো বোঝাপড়া হয়নি। এ কারণে তারা আটকে থাকা শরণার্থীদের নিতে আগ্রহী নয়। এ অবস্থায় পথে পথেই দিন কাটছে শরণার্থীদের।

এদিকে কাঁটাতার দিয়ে সীমান্ত আটকে দেওয়ার পর কোথাও কোথাও শরণার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। স্লোভেনিয়ায় সীমান্তে শরণার্থীদের ওপর মরিচের গুড়া ছড়িয়ে তাড়িয়ে দেওয়া হয়।

তুরস্কের ইস্তাম্বুলের এক স্টেশনে আটকা পড়েছে সিরিয়ার কয়েক হাজার শরণার্থী। তুরস্ক শরণার্থীদের জন্য গ্রিসের সীমান্তগামী সব ট্রেনের টিকিট কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে একমত হতে পারছে না। সামনের সপ্তাহে ইইউ’র দেশগুলোর মধ্যে আরো দুটি বৈঠক হবে। তবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে কি না এ নিয়ে সংশয় কাটছে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ