৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশুর জীবন রক্ষাকারী কিছু টিকা

জন্মের  পর থেকেই শিশুকে জীবন রক্ষাকারী কিছু টিকা নিতে হয়।  যা নিচে দেয়া হলো-

হেপাটাইটিসবি ভ্যাকসিন (হেপ বি)

* সব নবজাতকের হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার আগে এ টিকা নেয়া উচিত।

* মা যদি ‘এইচবিএসএজি’ পজিটিভ থাকেন, তবে ভূমিষ্ঠ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে নবজাতকের এক বাহুতে হেপ বি ও অন্য বাহুর মাংসপেশিতে ০.৫ মিলি. হেপাটাইটিস-বি ইমিউনোগ্লোবিন দিয়ে দিতে হবে।

* মায়ের যদি এইচবিএসএজি পরীক্ষা করা না থাকে, তবে জন্মের ১২ ঘণ্টার মধ্যে হেপ বি টিকা দিয়ে মায়ের ও পরীক্ষার ফলাফল অনুযায়ী যদি তা পজিটিভ হয়, তবে এক সপ্তাহ বয়সের আগের শিশুকে এইচবিআইজি দিয়ে দিতে হবে।

* জন্মকালীন ডোজের পর শিশুর এক থেকে দুই মাস বয়সে দ্বিতীয় ডোজ হেপ বি দিতে হবে।

* যে মা গর্ভকালীন এইচবিএসএজি পজিটিভ ছিলেন, শিশুকে তৃতীয় ডোজ হেপ বি (যা ৯ থেকে ১৮ মাস বয়সে দেয়া যায়) দেয়ার এক থেকে দুই মাস পর সেই মায়ের এইচবিএসএজি ও অ্যান্টি এইচএজি মাত্রা পরীক্ষা করাতে হবে।

* চতুর্থ ডোজ হেপ বি টিকা শিশুর অন্য টিকার সঙ্গে দেয়া যায়।

* যেসব শিশু জন্মকালীন হেপ বি নেয়নি, তাদের তিন ডোজ হেপ বি টিকা দিতে হবে।

* ফাইনাল (তৃতীয় বা চতুর্থ) ডোজ টিকা শিশুর ২৪ সপ্তাহ বয়স পার হওয়ার পর দেয়া উচিত।

নিউমোক্কাল ভ্যাকসিন

* নিউমোক্কাল কনজুগেট ছয় সপ্তাহ বয়সে, আর নিউমোক্কাল পলিস্যাকারাইড দুই বছর বয়সের পর দেয়া যায়।

রোটাভাইরাস ভ্যাকসিন (আরভি)

* প্রথম ডোজ ছয় থেকে ১৪ সপ্তাহ (কখনো ১৫ সপ্তাহ) বয়সের মধ্যে দিতে হবে।

* সর্বশেষ ডোজ খাওয়ানোর বয়স আট মাস।

* রোটারিকস টিকা যদি দুই ও চার মাসে দেওয়া হয়, তবে ছয় মাস বয়সে আরেক ডোজ দেয়ার প্রয়োজন নেই।

ডিপথেরিয়া, টিটি এবং অ্যাসেলুলার পারটুসিস (ডিটিএপি)

* শুরুর বয়স ছয় সপ্তাহ।

* চতুর্থ ডোজ ১২ মাস বয়সে দেওয়া যায়, তবে তৃতীয় ডোজ হতে কমপক্ষে ছয় মাসের ব্যবধান সময় প্রয়োজন।

হিমোফাটলাস ইনফ্লুয়েঞ্জা টাইপিং কনজুগেট ভ্যাকসিন (হিব)

* দুই ও চার মাস বয়সে দেওয়া হলে ছয় মাস বয়সে অন্য ডোজ দেয়ার প্রয়োজন নেই।

* সর্বশেষ ডোজ হিসেবে ১২ মাস থেকে চার বছর বয়সে দেয়া যেতে পারে।

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন

* দুই ধরনের টিকা আছে- টিআইবি ও এএআইভি। এর মধ্যে টিআইবি ছয় মাস বয়সে এবং এএআইভি দুই বছর বয়সের পর দিতে হয়।

মিজেলস মাম্পস ও রুবেলা

* বয়স ১২ মাস হওয়ার আগেই টিকা দেয়া শুরু করতে হবে।

* চার বছর বয়সের আগে দ্বিতীয় ডোজ টিকা এবং অন্ততপক্ষে প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহ পর দিতে হবে।

পোলিও ভ্যাকসিন

* ছয় সপ্তাহ বয়সের আগেই শুরু করতে হবে।

* যদি চার বা ততোধিক ডোজ চার বছরের আগে দেওয়া হয়, তবে অন্য এক ডোজ টিকা চার থেকে ছয় বছর বয়সে দেয়া উচিত।

* সর্বশেষ ডোজ শিশু চতুর্থ জন্মদিন পালনের পরবর্তী সময়ে এবং আগের ডোজের কমপক্ষে ছয় মাস পর দেয়া ভালো।

জলবসন্ত ভ্যাকসিন

* ১২ মাস বয়স হতে শুরু করা যায়, ১২ বছর পর্যন্ত দেয়া যায়।

* দ্বিতীয় ডোজ চার বছর বয়সের আগে দেয়া যায়, তবে প্রথম ডোজ দেয়ার অবশ্যই তিন মাস ব্যবধানে দিতে হবে।

হেপাটাইটিস (হেপ)

* ১২ মাস বয়সে শুরু করা যায়।

* দুই ডোজ দিতে হবে, কমপক্ষে ছয় মাস বিরতিতে।

* ২৩ মাসের বেশি বয়সের শিশুর ক্ষেত্রে টিকা দিতে হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

মেনিনগোক্কাল ভ্যাকসিন

* দুই থেকে ১০ বছরের বাচ্চাকে দুই ডোজ আট সপ্তাহের বিরতিতে দিতে হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ