নয়া এক গবেষণার দেখা গিয়েছে, সদ্যোজাতের বাহ্য বিশ্লেষন করে জানা যেতে পারে ভবিষ্যতে শিশুটি কত বুদ্ধিমত্তার অধিকারী হবে। একজন সদ্যোজাতের মলে যে ফ্যাটি অ্যাসিড ইথাইল ইস্টার(এফ এ ই ই) থাকে, তা বিশ্লেষন করেই বোঝা যায় বড় হলে, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী হবে কি না।
ক্যাসে ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অধ্যাপিকা মিইয়াং ইং বলছেন, “গবেষণা শুরু করেছিলান এফ এ ই ই-র সঙ্গে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির কী যোগাযোগ রয়েছে তার উপর ভিত্তি করে। আর এতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, মা যদি গর্ভবতী অবস্থায় মদ্যপান করেন, তাহলে সদ্যোজাতের দেহে তার কুপ্রভাব পড়ছে। এটা আমরা জানতে পেরেছি শিশুটির বাহ্য পরীক্ষা করে।
প্রায় ৪০০ জন শিশুর উপর গত ২০ বছর ধরে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১২০