শিশুকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত এক ব্রিটিশ ধর্মযাজককে আটক করেছে কসোভোর স্থানীয় পুলিশ। বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে কসোভোর পেস অঞ্চলের পুলিশ। ১১ মে তাকে গ্রেফতার করা হয়।
বিবিসি জানায়, ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত লন্ডনের ক্যাথলিক ইয়েলিং অ্যাবেতে থাকা কালে এক সময় ধর্মযাজক লওরেন্স সোপারের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ২০১০ সালে তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। একই বছর তিনি জামিনে মুক্তি পান। কিন্তু ২০১১ সালের মার্চে আবারো লন্ডন পুলিশের সঙ্গে দেখা করে জামিন নেয়ার কথা থাকলেও সে আর না আসায় ২০১২ সালে তার বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে কসোভোর রাজধানী প্রিসটিনার পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে দেশটির পশ্চিম অঞ্চলের পেস থেকে লওরেন্স সোপার নামের এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে যুক্তরাজ্যে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে বলেও সেখান থেকে জানানো হয়।