শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রীর মিন্টুরোডের সরকারি বাসভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে এই বৈঠক শুরু হয়।
ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের একজন শিক্ষকসহ মোট চারজন শিক্ষক নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে বৈঠক করছেন।
সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত অষ্টম পে-স্কেলে শিক্ষকদের সম্মান এবং সুযোগ-সুবিধা কমেছে অভিযোগ করে পৃথক বেতন স্কেলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই দাবিতে কর্মবিরতিও পালন করেছেন তারা।
সেই সাথে দাবি না মানলে ঈদের পর কঠোর যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
পোস্টটি যতজন পড়েছেন : 161























