রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেলে এক স্কুল শিক্ষককে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গলায় গুরুতর জখম নিয়ে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুরের বঙ্গবন্ধু হাইস্কুলের শিক্ষক জগদীশ চন্দ্র রায় সোমবার ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন। সন্ধ্যায় তিনি মগবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন।
সোমবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তার রুমে গিয়ে গলায় ছুরি চালিয়ে জখম করে। জগদীশ চন্দ্রের চিৎকারে অজ্ঞাত দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর হোটেল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হোটেলের ম্যানেজার ও এক কর্মচারীকে রাতেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : ১৪৩