ধনতান্ত্রিক বিভীষিকা নাকি এটা হওয়ারই ছিল? উত্তর খুঁজে পাচ্ছে না শিকাগো স্কুলের চাকরিরত কর্মীরা। সোমবার শিকাগো পাবলিক স্কুলের তরফে প্রায় ১৫০০ জন কর্মীকে ছাঁটাই নোটিশ ধরানো হয়েছে। শিক্ষক ছাড়াও এই ছাঁটাই নোটিশে নাম রয়েছে সাপোর্ট স্টাফদেরও।
হঠাৎ এত ছাঁটাই কেন? শিকাগো পাবলিক স্কুলের চিফ একজিকিউটিভ অফিসার ফরেস্ট ক্যালিপোল জানিয়েছেন, “বাজেটে ঘাটতির জন্য এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি আর কয়েক বছরের মধ্যেই এই খারাপ অবস্থা আমরা অতিক্রম করতে পারব।” সূত্রের খবর, সিপিএস কর্তৃপক্ষের মোটা অংকের অর্থ তুলে নেওয়াই এই ছাঁটাইয়ের পিছনে সবথেকে বড় কারণ।
ছাটাই হওয়া মোট ৪৭৯ জন শিক্ষক এবং ১০১২ জন স্টাফ আন্দোলনে নামার কথা ভাবছেন। গত ২৫ বছরে ২০১২ সালেই প্রথমবার শিকাগো স্কুলের শিক্ষকেরা আন্দোলনে নেমেছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৮