মাত্র তিন ঘণ্টার ব্যবধানে আরেক প্রকাশক ফয়সাল আরেফীন দিপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন।
শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে জাগৃতির প্রকাশক-লেখক ওরাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ হামলার শিকার হন তিনি।
নিহত ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হকের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফয়সাল নিহত লেখক- ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশক।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে শনিবার বিকেলে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর কার্যালয়ে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।