রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কোয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট সকাল সোয়া ৮টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির সিট কভারে স্বর্ণগুলো লুকানো ছিল। পরে কাস্টমস গোয়েন্দা সদস্যরা সেখান থেকে সেগুলো উদ্ধার করে।
বিমানটিকে জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা জানায়। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় কর্তৃপক্ষ।
পোস্টটি যতজন পড়েছেন : 132