আর্থনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের ফুটপাথে হকার বসা-না-বসা নিয়ে এই দ্বন্দ্ব এবং সংঘর্ষ৷ মেয়র আইভী হকার উচ্ছেদ করে শহরের ফুটপাথ উন্মূক্ত করছেন৷ আর সেই ফুটপাথেই হকার বসাতে চান শামীম ওসমান৷ তাঁরা দু’জনই শাসক দল আওয়ামী লীগের মনোনয়নে মেয়র ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷
অভিযোগ, মঙ্গলবার হকারদের মাঠে নামান শামীম ওসমান৷ আর তারাই আইভীর ওপর হামলা চালান৷ এমনকি শামীম ওসমানের সমর্থক বলে পরিচিত নিয়াজুল ইসলাম নামের এক যুবলীগ নেতা প্রকাশ্যে পিস্তল বের করে মহড়াও দেন৷ আর তার সেই মহড়ার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশও হয়েছে৷ ওই নেতা অবশ্য পরে গণপিটুনির শিকার হন৷ সংঘর্ষের সময় শামীম ওসমান নিজেই ঘটনাস্থলে ছিলেন এবং তাঁকে হ্যান্ড মাইকে কথা বলতেও দেখা যায়৷ শামীম ওসমান অবশ্য মঙ্গলবারই দাবি করেছেন, ‘‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই আমি সেখানে গিয়েছি৷’’ সংঘর্ষে ১৫ জন সাংবাদিকসহ শতাধিক আহত হন৷ মেয়র আইভীও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন৷
শামীম ওসমানের ওই কথার জবাব দিয়েছেন ওবায়দুল কাদের৷ তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমাকে যখন নারায়ণগঞ্জ পুলিশের এসপি ঘটনা জানান, তখন আমি দুই জনকেই (সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান) ফোন করে বলেছি, অনভিপ্রেত ঘটনা স্টপ করতে৷ দু’পক্ষকেই ডাকবো এবং বিষয়টি খতিয়ে দেখবো৷ আমি শামীম ওসমানকে ফোন করবো কি মারামারি করতে? মারামারি বন্ধ করতেই আমি ফোন করেছি৷ এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে৷ আজ (বুধবার) সকালেও দুইজনের সঙ্গে আমার কথা হয়েছে৷’’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন আইভী৷ তিনি হামলার উদ্দেশ্য ও কারণ ব্যখ্যা করেছেন৷ তিনি বলেন, ‘‘হকারদের ইস্যু করে আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে৷ আমার নিকট আত্মীয়, ভাই, ভাগ্নে ও ভগ্নিপতিসহ কাছের নেতাকর্মীদের মুখ দেখে দেখে হামলা করা হয়েছে৷ ইটবৃষ্টি ঝরানো হয়েছে৷ আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো৷’’
আইভী বলেন, ‘‘হকারদের উচ্ছেদ ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলাম৷ কিন্তু, এরই মধ্যে ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অযাচিতভাবে হকার বসানোর ঘোষণা দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে৷’’
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘যখন আমার ওপর ইটবৃষ্টি ঝরানো হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? এমন বিষয় ঘটতে পারে তা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সাবধানও করা হয়নি৷’’ বিকেলে নারায়ণগঞ্জে আরেক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দাবি করেন, ‘‘শামীম ওসমান বনাম আইভী নয়, সংঘর্ষ হয়েছে আইভী ও হকারদের মধ্যে৷ আমাকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে সেখানে যেতে বলেছেন৷ আমি না গেলে গতকাল সেখানে অনেকের অস্তিত্ব থাকত না৷ আমি যাওয়ার পর সেখানে কোনো ঘটনা ঘটেনি৷ একটা ইটও পড়েনি৷’’