মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধিঃ ‘পার্বত্য চুক্তিতে যা আছে সব কিছু বাস্তবায়ন করা হবে। যে চুক্তি দীর্ঘ ২৪ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ, হানাহানি বন্ধ করেছে, সকলের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি হয়েছে। তাই শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে কারোর সন্দেহের কোনো অবকাশ নেই। তবে হয়তো কিছু সময় লাগছে। সবাইকে ততটা সময় বৃহত্তর স্বার্থে অপেক্ষা করতে হবে।’৪মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র পাঁচ কোটি ২১লক্ষ টাকার ব্যয়ে রুমা উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, এলাকার পতিত জমিগুলো অব্যবহারে রাখা যাবে না। অর্থনৈতিক ও খাদ্য সংকট দুর করতে সব পতিত জমিগুলোকে আবাদি জমিতে রুপান্তরিত করতে হবে। এতে যা করা দরকার তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আবাদি জমি উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরই প্রথমে উদ্যোগ নিতে হবে। এলাকার কোনো মহল্লা-পাড়া বিদ্যুৎ বিহীন থাকবেনা। যেসব দূর্গম জায়গা বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হচ্ছেনা, সেসব এলাকার পাড়াগুলোয় প্রতিটি পরিবারে বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে।
পার্বত্য এলাকার সৌর বিদ্যুৎ স্থাপনের কাজ বাস্তবায়ন করতে ইতোধ্যে ৫০০ কোটি টাকার বরাদ্ধ সংসদে পাশ হয়েছে।উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিসদের সদস্য কাজল কান্তি দাশ, রুমা জোন কমান্ডার লে: কর্নেল গোলাম আরিকুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, পাচউবো‘র নির্বাহী প্রকোশলী মোহাম্মদ আজিজ ও জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর। মতবিনিময় সভা শেষে সমাজ সেবা বিভাগের প্রতিন্ধিদের মাঝে আইডি কার্ড, ঢেউটিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অতি দরিদ্র মাদের মাতৃত্বকালিন ভাতা বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০লক্ষ টাকার ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় ওয়াইবিএ ভবন উদ্বোধন, ৩০লক্ষ টাকার ব্যয়ে রেস্ট হাউস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ৯৫লক্ষ টাকার ব্যয়ে এলজিইডি‘র বাস্তবায়নে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বান্দরবান থেকে রুমা আসার পথে পাচউবো‘র ১৬লক্ষ টাকার ব্যয়ে মুরুংগো বাজার জামে মসজিদ নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। রুমা উপজেলায় একদিনে সরকারি সফরে অবকাঠামোগত উন্নয়নের ৬ কোটি ৮২লক্ষ টাকায় ৫টি প্রকল্প কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।