১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তির জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের সুসময়ে আঘাত হেনে যারা উৎপাত করছে তাদের ধ্বংস করতে হবে। শান্তি চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিন।

তিনি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভুইয়া শফিকুল ইসলামের কবিতা ও গান নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির পরিচালক সোহরাব উদ্দীন।
তথ্যমন্ত্রী বলেন, যারা চোরাগুপ্তা হামলা করে তারা কাপুরুষ। সামনে আসতে তারা ভয় পায়। এ ধরনের চোরাগুপ্তা হামলাকারীরা সভ্যতার গায়ে আঁচড় কাটছে মাত্র; কিন্তু সভ্যতাকে তারা ধ্বংস করতে সক্ষম হবে না।
তিনি বলেন, মুক্তমনা লেখকদের প্রকাশক দীপন একজন যোদ্ধা, একজন সৈনিক। তাকে স্মরণ করে আমরা মুক্তমনের পথে চলার প্রতিজ্ঞা নেবো নতুন করে।

মন্ত্রী ভুইয়া শফিকুল ইসলামের লেখার প্রশংসা করে বলেন, শেকড়সন্ধানী মানুষেরা তার সাহিত্যকর্ম পড়বেন, শুনবেন।
আলোচনা সভাশেষে ভুইয়া শফিকুল ইসলামের লেখা কবিতা ও গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও ড. শাহাদাত হোসেন নিপু এবং সঙ্গীত পরিবেশন করেন, শিল্পী রফিকুল আলম, সুবীর নন্দী, আবু বকর সিদ্দিক ও অন্যান্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ