বান্দরবানের আলীকদমে ম্রো ন্যাশনাল পার্টি-এমএনপি’র ৭৮ সদস্য আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন। বুধবার তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো কুরুক পাতা ঝিড়ি সেনা ক্যাম্পে জমা নেওয়া হয়েছে।
১৯৯৮ সালে শান্তি চুক্তির পর এটি পাহাড়ে বড় সাফল্য। এমএনপির প্রতিষ্ঠাতা মেনরুম ম্রো সহপ্রতিষ্ঠাতা লৌহব ম্রো সহ মোট ৭৮ জন সদস্যর আত্মসমর্পণের কথা রয়েছে।
আলীকদমের কুরুক পাতা ঝিড়ি মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র হাতে অস্ত্র আত্মসমর্পণ করে এমএনপি সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা রয়েছে। এসময় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার’সহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকবে।
২০১১ সালের ১৭ এপ্রিল ম্রো মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে মেনরুম ম্রো নামের এক যুবক ম্রোন্যাশনালিস্ট পার্টি-এমএনপি নামের সশস্ত্র গেরিলা গ্রুপ গঠন করে। এমএনপি সদস্যরা বান্দরবানের আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও থানচি এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী তৎপরতা শুরু করে।