৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়েছে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ।
বুধবার বিকাল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
শোকসভা ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন, আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশে উপস্থিত হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহীন সরকার বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমানকাল থেকে একত্রে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
এ সময় সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ