১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শতাদিক ককটেল ও অস্ত্রসহ সহ শিবির কর্মী আটক

সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০১টি ককটেল ও দুইটি পাইপগানসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার নিজামপুর ও হাঁটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নিজামপুর এলাকার রুম্মান মিয়া (২১) ও হাঁটুভাঙ্গা এলাকার মোজাম্মেল হোসাইন (২০)।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে রুম্মানকে এবং সকাল ৭টার দিকে হাঁটুভাঙ্গা এলাকা থেকে মোজাম্মেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১০১টি ককটেল, দুইটি পাইপগানসহ ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আটক দুজনেই শিবিরকর্মী বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ