[english_date]

লেবুর শরবত বিক্রি করে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেছে শিশু অ্যালফোর্ড

শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ যখন দ্বিধাবিভক্ত, তখনই অভিবাসীদের জন্য টাকা তুলে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাষ্ট্র ভার্জিনিয়ার ৭ বছরের এক শিশু। ছুটির দিনে লেবুর শরবত বিক্রি করে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেছে এমারি অ্যালফোর্ড নামের শিশুটি।

ভার্জিনিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউ ডব্লিউ বিটি এক প্রতিবেদনে জানায়, “আমি তাদেরকে সাহায্য করতে চাইছিলাম যাতে তারা ইউরোপে ভালোভাবে পৌঁছায়।” মায়ের মুখে শরণার্থীদের দুর্ভোগের কথা শোনার পরই তাদের সহায়তা দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এমারি। সুতরাং, পরিকল্পনা অনুযায়ী এমারি শরণার্থীদের সাহায্যার্থে ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে মুদি দোকানের পাশে লেবুর শরবত বিক্রি করা শুরু করে।

আর মাত্র ৪ ঘন্টায় সে ২৫০ মার্কিন ডলার আয় করে। এমারির এ টাকা মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন নামের এক এনজিওকে দেওয়া হবে যাতে তারা তা শরণার্থীদের সাহায্যার্থে ব্যবহার করতে পারে। এমারির মা ডব্লিউ ডব্লিউ বিটি ‘কে বলেন, “একটি উন্নত দেশে বাস করতে পেরে আমরা যে কতটা ভাগ্যবান তা আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার মত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।” এমারি ডব্লিউ ডব্লিউ বিটি’কে বলেন, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আর শরণার্থীরা কোনও খাবার বা জল ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তাই আমি তাদেরকে সাহায্য করতে চাই।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ