সৌদি আরবে হজ দুর্ঘটনায় নিখোঁজ লেবাননের ইরানি রাষ্ট্রদূত ঘাজানফার রোকনাবাদি৷ খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের সরকারি সংবাদমাধ্যমের দুই রিপোর্টার ও এক বিখ্যাত বিশ্লেষকের৷ উল্লেখ্য, শুক্রবার মক্কার কাছে মিনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকশো মানুষের এর মধ্যে রয়েছে ইরানের ১৩৬ জন পুণ্যার্থী৷ নিখোঁজ ৩৪৪ জন৷
পোস্টটি যতজন পড়েছেন : ১১৭