৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিঙ্গ সমতার মুখ অনুপম খের

লিঙ্গ সমতার মুখ এবার অনুপম খের। রাষ্ট্রসংঘের ‘হি ফর সি’ ক্যাম্পেইনের অ্যাম্বাসাডর করা হল অনুপম খেরকে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। সেখানেই রাষ্ট্রসংঘের প্রতিনিধি মহিলারা অনুপম খেরকে সম্মানও জানিয়ে এই পদের জন্য তাঁর নাম ঘোষণা করেন।

আপ্লুত অনুপম এর পর বলেন, “আমি মনে করি লিঙ্গ বৈষম্য জাতীর রোগ। এই রোগ থেকে মুক্তি প্রয়োজন। বেশিরভাগ হিংসা পুরুষেরা করে। লিঙ্গ বৈষম্য দূর না হলে সার্বিক উন্নতি সম্ভব নয়।” একই সঙ্গে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে অনুপম বলেন, “আমি খুব গরিব বাড়ি থেকে এসেছি। ছোট বেলা থেকে আমায় শেখানো হয়েছ নারী-পুরুষ ভেদ না করে উভয়কেই সমান চোখে দেখা উচিত। নিজের কর্মজীবন ও ব্যক্তি জীবনে আগাগোড়া আমি সেই চেষ্টাই করেছি।”

এখন থেকে বিশ্বের দরবারে লিঙ্গ বৈষম্য বিরোধী প্রচার চালানোর মূল দায়িত্ব থাকছে বলিউডের অন্যতম অভিনেতা কাশ্মীরি পণ্ডিত বংশের অনুপম খেরের উপর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ