৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে জেএমবি সন্দেহে ৩ জন আটক

আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রামে জেএমবি সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলেন- রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নবাবচর(খোলামোড়া) এলাকার আব্দুল খালেকের ছেলে শের খাঁন(৪০), পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রহমান(৭০) ও উপজেলার দহগ্রাম ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে জুয়েল হোসেন(৪০)। তাদেরকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছে বলে জানিয়েছে পাটগ্রাম থানা পুলিশ। শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম থানার একটি দল আটককৃতদের নিয়ে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যায়।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ‘পাটগ্রাম মোটেল প্যারাডাইস হোটেল’-এর দ্বিতীয় তলার ২১৩ নম্বর রুমে অভিযান পরিচালনা করে জেএমবি সদস্য সন্দেহে শের খাঁনকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আব্দুর রহমান ও দহগ্রামের সার ব্যবসায়ী জুয়েল হোসেনকে আটক করে পুলিশ। পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে তাদেরকে লালমনিরহাট পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে পাটগ্রাম স্টেশনপাড়া এলাকার আব্দুর রহমান ও দহগ্রামের জুয়েল হোসেনের সাথে কথা হলে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন। অপর ব্যক্তি ঢাকা কেরানীগঞ্জের শের খাঁন ব্যবসায়িক কাজে পাটগ্রামে গত ১৬ ফেব্রুয়ারি হতে পাটগ্রাম মোটেল প্যারাডাইস আবাসিক হোটেলে অবস্থান করছেন বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, ‘শের খাঁনসহ আরো দুই ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ