৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় পাঁচবারের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করেন।
এন.জেড একতা মহিলা সমিতি’র উদ্যোগে ১৫ নভেম্বর ২০১৫ইং রবিবার বেলা ১১ঘটিকায় লামা উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার দুস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
লামা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার এর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুণ-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ, বান্দরবান জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ইসলাম বেবী, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম সহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাহিত্যিক নেপোলিয়ান বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই সমাজ গঠণে মা’দের ভূমিকা বেশী বলে তিনি দাবী করেন। তিনি সকলকে নারী সমাজকে সম্মান করতে বলেন। তাছাড়া দারিদ্র বিমোচনের জন্য সবাইকে তিনি সঞ্চয় করতে উৎসাহ প্রদান করেন। প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় তিনি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন সবাই অন্তত ১টি করে গাছ লাগান তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমরা যদি পরিবেশকে ভালবাসি তাহলে পরিবেশ আমাদের কে ভালবাসবে।
উল্লেখ্য, লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে অতিরিক্ত ক্ষতিগ্রস্থ ও দরিদ্র ১ হাজার উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৯০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ