৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবানের লামায় একসাথে ৬ দোকানে দূর্ধর্ষ চুরি

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের লামা পৌরসভায় লামামুখ বাজারে বৃহস্পতিবার গভীর রাতে একসাথে ছয়টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানে ক্যাশে রক্ষিত নগদ ২০ হাজার টাকা সহ মালামাল নিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরের দল লামামুখ বাজারের আমিন ষ্টোর, সেবা লন্ড্রি, প্রণয় স্টোর, বিসমিল্লাহ ষ্টোর, রাফি টেলিকম ও আবু তাহের ষ্টোরের গিরিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে সর্বমোট নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর সিগারেট নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রাফি ষ্টোরের মালিক মোঃ রনি জানান, চোরেরা গ্রিরিলের ৩টি চায়না তালা ভেঙ্গে তাহের ষ্টোরে প্রবেশ করে। পরে দুটি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত নগদ সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি আমার দোকানের ক্যাশ থেকে ৩হাজার টাকা নিয়ে যায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
চুরির সত্যতা নিশ্চিত করে লামামুখ দোকান মালিক ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলী আহাম্মদ বলেন, এক রাতে ছয় দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। চুরি রোধে বাজারে পুলিশি টহল জোরদারের দাবী জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবদুস সত্তার বলেন, চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ