মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
সারাদেশের মত বান্দরবানের লামায়ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে র্যালী শেষে লামা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা সাবেদুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লামা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান, একতা মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে নিজ উদ্যোগে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য, সফল জননী নারী, নির্যাতিত নারীর কর্মময় সাফল্য এবং সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি সরূপ ৫ জয়িতাকে লামা উপজেলা হতে নির্বাচিত না করায় বক্তারা আক্ষেপ প্রকাশ করেন।