[english_date]

লাদেন পুত্রের হামলার ছকে আমেরিকা

এবার আমেরিকা ও তার বন্ধু দেশগুলির উপর ফিঁদায়ে হামলা চালাতে আল কায়দা সমর্থকদের বলল লাদেনের ছেলে হামাজা৷ এক ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে এই আবেদন জানিয়েছে সে৷ওয়াশিংটন, প্যারিস, তেল আবিব সহ বিভিন্ন জায়গায় হামলা চালানোর কথা বলেছে লাদেন পুত্র৷

শুধু তাই নয়, এই হামলা চালানোকে তাদের কর্তব্য বলেও ভিডিওয় উল্লেখ করেছে বছর কুড়ির হামাজা৷ ২০১১ সালে মার্কিন বাহিনীর হামলায় ওসামার মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় হামাজা৷আর পরবর্তী নেতা হিসেবে হামাজাকে আল কায়দার একাংশের পছন্দ বলেও জানা গিয়েছে৷ তবে, জঙ্গিগোষ্ঠী আইএস ও তার নেতাদের সম্পর্কে কোনও মন্তব্য করেনি হামাজা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ