ওসামা বিন লাদেন। সারা বিশ্বে আতঙ্কের এক নাম ছিল।মঙ্গলবার তাঁর লিখা একটা উইল প্রকাশিত হল।মার্কিন স্পেশাল ফোর্সেস-এর হাতে নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের হাতে লেখা একটি উইল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। উইল অনুযায়ী তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি ৯০ লক্ষ ডলার।২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের সময় মার্কিন বাহিনী অন্যান্য কাগজপত্রের সাথে উইলের দলিলটিও বাজেয়াপ্ত করেছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এই উইলটি মঙ্গলবার প্রকাশ করেছেন। এই উইলে ওসামা বিন লাদেন তার বেশিরভাগ অর্থ ইসলামী জঙ্গিবাদে সহায়তার জন্য দান করে গিয়েছেন। উইল অনুযায়ী তার সম্পদ সুদানে রয়েছে, তবে সেটা নগদ অর্থ না স্থাবর সম্পত্তি সেই বিষয়ে নিশ্চিত খবর নেই। ১৯৯০ সালের দিকে পাঁচ বছর সুদান সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে ছিলেন তিনি। কিছু অর্থ তিনি দান করেছেন তার নিকটাত্মীয়দের জন্য। তবে এটা জানা যায়নি লাদেনের অর্থ তার উত্তরাধিকাররা পেয়েছেন কী না।মঙ্গলবার লাদেনের উইলের পাশাপাশি বেশ কয়েকটি চিঠিও প্রকাশিত হয়। একটি চিঠিতে তিনি মার্কিন জনগণকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে আহ্বান জানিয়েছেন। ২০১১ সালে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে বড় ধরণের গণমাধ্যম প্রচারণা করার পরিকল্পনা করেছিলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নিজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা ভেবেছিল যুদ্ধটা সহজ হবে এবং তারা অল্প কয়েক দিন বা সপ্তাহে তাদের কাজ সম্পন্ন করে বাড়ি ফিরবে। আমাদের আরো ধৈর্য প্রয়োজন। ধৈর্য থাকলেই আমরা জয় পাবো। ওসামা বিন লাদেনকে ২০১১ সালের মে মাসে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করা হয়। এরপর থেকে এই জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আইমান আল জাওয়াহিরি।তবে পরিবারের পক্ষ থেকে এ নিয়ে তেমন কোন সংবাদ গণমাধ্যমে আসে নি।