ওসামা বিন লাদেনের মুখেও গান্ধী বন্দনা। তিনি নাকি সারা জীবন গান্ধী আদর্শেই চলতেন। সদ্য প্রকাশিত এক রেকর্ড দেখে এমনই ধারণা হয়েছে আফগান গবেষকদের। সেখানে দেখা গিয়েছে, কান্দাহারে থাকার সময় লাদেন তাঁর জঙ্গি সংগঠনের বক্তৃতায় বলেছেন, আসুন গান্ধীজীর মতো মার্কিন পোশাক ও অস্ত্র ব্যবহার বন্ধ করি। কীভাবে মিলল এই নতুন ক্যাসেট? ১৯৯৩ সালে রেকর্ড করা একটি অডিও টেপে লাদেনের গলায় শোনা গিয়েছে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর কান্দাহার ছেড়ে পালিয়ে যেতে হয় লাদনকে। ১৯৯৭ সাল থেকে তিনি কান্দাহারে ছিলেন। তালিবানের বিদেশ মন্ত্রক সহ বেশি কিছু জায়গায় তল্লাশি চালিয়ে ১,৫০০ ক্যাসেট উদ্ধার হয়েছিল সেইসময়। আফগান পরিবারের থেকে ক্যাসেটের দোকান ঘুরে তা এসেছিল সিএনএনের ক্যামেরাম্যানের হাতে। অবশেষে যা এসে পৌছোয় ম্যাসাচুসেটসের উইলিয়াম কলেজের আফগান মিডিয়া প্রজেক্টে। আরবি ভাষায় দক্ষ ফ্ল্যাগ মিলার উদ্ধার করেন লাদেনের বক্তব্যের মর্মার্থ।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার এক দশকেরও বেশি সময় পর দ্য অডাশিয়াস এসকেটিক নামের বইতে সেই ক্যাসেটের প্রসঙ্গেই লিখেছেন মিলার। ১৯৬০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রেকর্ড করা হয়েছিল এইসব অডিও টেপ। প্রায় ২০০ জনেরও বেশি ব্যক্তির কণ্ঠস্বর রয়েছে এই টেপে। তার মধ্যে একটি লাদেনের। তবে গান্ধীজীর অহিংস পথ যে বেঁছে নেননি লাদেন তা বলাই বাহুল্য।