লাইবেরিয়াতে আবারো ইবোলা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ১৭ বছর বয়সী এক কিশোর ভয়াবহ এ ভাইরাসের কারণে মৃত্যুবরণ করায় নতুন করে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ৬ সপ্তাহ আগে লাইবেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করা হয়েছিল।
তবে ইবোলা মুক্ত ঘোষণার পরও দেশটিতে কিভাবে ভাইরাসটি রয়ে গেলে তা এখনও জানা যায়নি। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে ইবোলা আক্রান্ত হয়ে ১১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। জাতিসংঘের হিসেব মতে লাইবেরিয়াতে ইবোলা আক্রান্ত হয়ে সবচে বেশি মানুষ মারা যায়।
পোস্টটি যতজন পড়েছেন : ২০১