[english_date]

বিদেশী হত্যার বিষয়ে লন্ডন বিএনপির গোপন তথ্য জয়ের হাতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত। তিনি বলেছেন, লন্ডন বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় এ দাবি করেন। স্ট্যাটাসে তিনি ইংরেজি ও বাংলায় লেখেন, খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে, বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এ তথ্য এসেছে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতীয় গোয়েন্দারা মনে করছে, বিদেশী হত্যাকাণ্ডে আইএস জড়িত নয়। এর সঙ্গে জামায়াত জড়িত থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ