৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“লতিফকে ‘ঝাড়ুপেটা’ করে নগর ছাড়া করা হবে”

লতিফকে 'ঝাড়ুপেটা' করে নগর ছাড়া করা হবেজাতির জনকের প্রতিকৃতি বিকৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও জননেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সাধারণ ডায়েরীর করার প্রতিবাদে জাগ্রত ছাত্র যুব জনতা উদ্যোগে এ এস এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে ও আবদুর রহিম জিল্লুর সঞ্চালনায়  আজ বিকেল ৫টায় চট্রগ্রামের নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, লতিফের ঔদ্ধ্যর্তপূর্ণ আচরন ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি করতে না পারলে এ ধরণের ঘটনা পূনরাবৃত্তি চলতেই থাকবে।

বক্তারা বলেন আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের পূর্বেই লতিফের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এই কুলাঙ্গারকে ‘ঝাড়ুপেটা‘ করে নগর ছাড়া করা হবে।

বক্তারা আরো বলেন, লতিফ চট্টল বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিনর চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী যে ধৃষ্টতা দেখিয়েছে তার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন, রাকিবুল আলম সাজ্জি, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, আবদুল খালেক, আ ফ ম সাইফুদ্দিন, জয়নাল উদ্দিন জাহেদ, সুজন বর্মন, শাহদাত হোসেন ভুলু, সুদীপ্ত বিশ্বাস, আবু সালেহ নূর রিমন, মোমশাদ হোসেন রাব্বি, ইব্রাহিম মানিক, মো. আলী মিঠু প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন, রাকিবুল আলম সাজ্জি, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, আবদুল খালেক, আ ফ ম সাইফুদ্দিন, জয়নাল উদ্দিন জাহেদ, সুজন বর্মন, শাহদাত হোসেন ভুলু, সুদীপ্ত বিশ্বাস, আবু সালেহ নূর রিমন, মোমশাদ হোসেন রাব্বি, ইব্রাহিম মানিক, মো. আলী মিঠু প্রমুখ।

নিউজ ডেস্ক/ আর্থনিউজ২৪

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ