লটারিতে পাওয়া টাকা ভাগ দিতে চেয়ে স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন চিনের এক যুবক। কিন্তু শেষরক্ষা হল না! লটারির প্রাপ্য টাকার একটা অংশ প্রাক্তন স্ত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
চিনের সংবাদমাধ্যম সূত্রের খবর। গত ২৬ ফেব্রুয়ারি চোঙকিং শহরের বাসিন্দা লিউ জিয়াং নামে ওই যুবক লটারি জিতে ৪০ লক্ষ ৬০ হাজার ইয়েন পান। এর ঠিক একদিন বাদেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন তিনি। বিবাহ বহিভুত এক মহিলার সম্পর্কের জেরে তিনি লটারির টাকা স্ত্রীকে ভাগ দিতে চাননি বলে খবর। পরে তাঁর স্ত্রী আদালতে ওই টাকার অংশ চেয়ে মামলা করে। আদালত এক রায়ে লিউকে নির্দেশ দিয়েছে, লটারিতে মোট প্রাপ্ত অর্থের মধ্যে ১০ লক্ষ ১৫ হাজার ইয়েন প্রাক্তন স্ত্রীকে দিতে হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ৯১