
বাবা ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। আর মা পপ তারকা ভিক্টোরিয়া অ্যাডামস। কিন্তু তাদের পুত্র ১৬ বছরের ব্রুকলিন সবুজ ঘাসের মাঠে নয়, জায়গা খুঁজছেন বড় ফ্রেমে। খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রুকলিন। বিজ্ঞাপন দুনিয়ায় তিনি উন্নতি করবেন বলেই আশা করা হচ্ছে।
এদিকে, স্কুলের একবারে শেষ ধাপে দাঁড়িয়ে ব্রুকলিন। তা হলে কি তাঁর লক্ষ্য বিজ্ঞাপনের ভুবন ছাড়িয়ে হলিউডে? সময়ই বলে দেবে সেটি। তবে শোনা যাচ্ছে, ব্রুকলিনের পক্ষে সেখানে এজেন্ট-মারফত কাজের কথা চলছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১০