২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্য রিও অলিম্পিক

লক্ষ্য রিও অলিম্পিক৷ লক্ষ্য  অলিম্পিকে ফিট ও চোট মুক্ত থাকা ৷ সেইসঙ্গে রিওতে ভালো পারফরম্যান্স করা ৷ সেই জন্যই রিও-র আগে সব প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিলেন সাইনা নেহওয়াল ৷ জাপান, কোরিয়া ওপেন খেলেই নিজেকে তৈরি করতে চাইছেন এই ভারতীয় তারকা ৷

সাইনা বলেছেন, ‘ সামনেই জাপান, কোরিয়া ওপেন ৷ প্রত্যেকটাই সুপার সিরিজ ৷অলিম্পিক বছরে প্রত্যেকেই সুপার সিরিজে অংশগ্রহণ করতে চাইছে ৷ তাই সুপার সিরিজে ভালো পারফরম্যান্স করা রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার৷ আমি আশা করব ফিট ও চোটমুক্ত হয়ে প্রতিটি সুপার সিরিজ খেলা ৷ সব সিরিজ খেলে নিজেকে তৈরি করায় লক্ষ্য আমার ৷’

এবার সরকারিভাবে বিশ্বের এক নম্বর ঘোষিত হতে চলেছেন সাইনা ৷ এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ আমি প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে অনেক কিছু পেতে চলেছি ৷ ব্যাডমিন্টনে সাফল্য পাওয়া খুব কঠিন ৷ অনেক পরিশ্রম করেছি ৷ তার ফল পাচ্ছি ৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ