
‘এজি ওজি সুনোজি…..’ সুভাষ ঘাইয়ের ‘রাম-লক্ষ্মণ’-এর কেমিস্ট্রি আবার ফুটে উঠবে সিনে-পর্দায়। আটের দশকের ব্লক-বাস্টর হিট এই ছবিকে সিনে- প্রেমীদের জন্য নতুন মোরকে সাজিয়ে নিয়ে আসছেন করন জোহর। যেখানে আরও একবার দেখা মিলবে তাঁর স্টুডেন্টদের। তবে ররুণ, সিদ্ধার্থ থাকলেও আলিয়াকে টপকে করনের ছাত্রদের তালিকায় এবার ঢুকে পড়েছেন শ্রদ্ধা কাপুর। এই ছবিতে মাধুরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নায়িকাকে। সুতরাং এবার লক্ষ্মণের রাধা সাজবেন শ্রদ্ধা।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৩