১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

র‍্যাপার সেলেনা

বদলেছে মানুষের গান শোনার অভ্যেস। তাই এবার র‍্যাপার সেলেনা। বরাবরই ‘ফিল গুডস’ গান গাইতে পছন্দ করেন গায়িকা। তবে এবার ইমেজটা ভেঙে বেরিয়ে আসতে চাইছেন তিনি। তাই সুরের বদলের পাশাপাশি ন্যুড ফটোশ্যুটও করলেন তিনি। সম্প্রতি সেলেনা তাঁর নতুন অ্যালবামের প্রমোট করতে গিয়ে বেশ কয়েকটি টপলেস ও ন্যুড ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম ওয়ালে। সাদা কালো ছবিতে নিজেকে মেলে ধরেছেন সেলেনা। 

সেলেনা মনে করেন, মানুষের গান শোনার অভ্যাস এখন বদলে গিয়েছে। তাই গান গাওয়ার সময় এই কথাটি সবসময় মাথায় রাখেন তিনি। তাই তাঁর পারফরমেন্স পছন্দ করেন সব বয়সের শ্রেতারাই। তবে এবার রূপে, অন্য স্বাদের গান উপহার দিতে চলেছেন শ্রোতাদের।  সেলেনার কথায়, ‘‘এ বার একদম অন্য রকম গান গেয়েছি আমি। সাধারণত এমন গান গাইতে ভাল লাগে, যা শুনে নাচতে পারবেন শ্রোতারা।’’

বয়স মাত্র ২৩। এর মধ্যেই হলিউডি গানের জগতে বেশ পরিচিত মুখ সেলেনা গোমেজ। র‌্যাপ মিউজিকের অনুপ্রেরণায় তাঁর আগামী অ্যালবাম তৈরি করেছেন গায়িকা। কারণ নিজেকে একজন ‘ভার্সেটাইল সিঙ্গার’ হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান সেলেনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ