[english_date]

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তা ও গোটা বাংলাদেশের জন্য হুমকি।

সোমবার (১১ নভেম্বর) সকালে  রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯” এর উদ্বোধনী করেন মাননীয় প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন,  রোহিঙ্গা সংকটক ঐ অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার এবং গোটা বাংলাদেশের জন্য  বড় হুমকি স্বরুপ বলে উল্লেখ করে বলেন, এ সমস্যা সমধানে  বিশ্ব সম্প্রদায়কেই  এগিয়ে আসেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “ বিশ্বের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম। আর দুর্যোগ মোকাবিলায় আমরা এখন যথেষ্ট সচেতন।”

তিনি আরও বলেন, “বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর-সংলগ্ন দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার জন্য এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অত্যাবশ্যক।”

আমি আরও মনে করি, “সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও এর মাধ্যমে “নীল অর্থনীতির” টেকসই উন্নয়নের জন্য সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সমতাপূর্ণ  সম্পর্ক বজায় রাখা অতীব জরুরী।”

প্রধানমন্ত্রী বলেন , “আমাদের এসব অঞ্চলগুলো প্রধান র্দুবলতা হল দারিদ্র্যতা।  তাই আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে অবশ্যই এ দারিদ্র্যতাকে জয় করতে পারব বলে আমি বিশ্বাস করি। সেই কারণেই আমাদের  উচিত একযোগ  হয়ে কাজ করা, যেন আমরা এই অঞ্চলের মানুষগুলোর সুখ-স্বাচ্ছন্দ্য, তাদের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হই।”

‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে তিনদিনব্যাপী “ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯” নামক শীর্ষক সংলাপের আয়োজন করেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ