১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ছয়শ’ ঘর, শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৬১৯ শেল্টার বা ঘর।
পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর (৮)। তবে তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করেন। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল হোসেন বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করে অনেকে আহত হয়েছেন।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ৬১৯ শেল্টার পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ